একটি কাল্পনিক Love Story (১ম পর্ব)
আজ শনিবার এক সপ্তাহের পেটের ভিতর জমিয়ে রাখা কথা আজ মুক্তি পাবে। হবে জমজমাট আড্ডা। সবাই আসলেই শুরু হবে ওদের সপ্তাহের পেচালী। এক এক করে সবাই আসছে, কিন্তু আবির আর ওর মুখ কে চুপ করে রাখতে পারছেনা ।
আবির বললো, দোস্তরা কেমন আছো সাবাই ভালতো? এক জন মাঝ থেকে বলে উঠলো, আরে আছি বেচেঁ কোন রকম।
তো তোর খবর কি ক্লাস কেমন চলছে ? হামমমমমম চলছে ভালই।
ও জানিস জানিস কি হয়েছে ? কি হয়ছে বলবি তো,না বলছে জানবো কি করে। রাকিবের চেচিয়ে উঠার জবাব এভাবেই দিলো আবির।
রাকিব: আরে তোরাতো কেউ এলাকার খরব রাখিস না , দুররররররর শালা কি হয়েছে বলবি তো? আরে বলছি এমন করছিস কেন।
খবর টা আমার চেয়ে নাঈম ভাল জানে, কি হয়েছে বলবি নাকি মাইর খাবি? না না মারিছ না বলছি বলছি।
নাঈমদের পাশের ফ্লাটের আশরাফ আংকেল আছেনা? হা আছে, তো কি ? সেই আশরাফ আংকেলের ফ্যামিলী এসেছে গত পরশু, আর সবচেয়ে মজার কথা হচ্ছে আংকেলের মেয়ে দুইটা। বড় মেয়েটা তো অনেক সুইট আবির তুই দেখলেই পাগল হয়ে যাবি ।
ওই শালা আমি পাগল হবো আর তোরা কি হবি , হামমমম আমরাও হবো তবে সবাই পাগল হলে তো আর হবে না পাগল হতে হবে একজন কে।
আর সেই একজন হচ্ছে আবির ।
এইতো নাঈম এসে গেছে , কি নাঈম তোর পাশের ফ্লেটে নাকি দেশ থেকে কোন নীল পরী আসলো ? ও তোরা আশরাফ আংকেলের মেয়ে ইভার কথা বলছিস।
কি, কি নাম বললি? ইভা ? হাম ইভা, wowwwww নামটা তো অনেক জোসসসসস। তো দেখতে কেমন রে ?
দেখতেও অনেক সুন্দরী। (চলবে)
Onek Valo hoyse
ধন্যবাদ আপনাকে।
আশা করি বাকি পর্বগুলো পড়বেন এবং আপনার মতামত জানাবেন।