এড়িয়ে লেখায় যান

উবুন্টুতে ASCII আর্ট ।

ডিসেম্বর 24, 2010

ASCII আর্টের সাথে কম বেশী আমরা সবাই পরিচিত। ফেসবুকে অথবা বিভিন্ন সাইটে আমরা এসব আর্ট দেখে থাকি। আমরা যারা লিনাক্স ব্যবহার করি খুব সহজেই আমরা এইসব ASCII আর্ট।

উবুন্টুতে টারমিনাল ব্যবহার করে সহজেই ASCII আর্ট করা যায়। ASCII আর্ট করার জন্য প্রথমে টারমিনাল খুলে লিখতে হবে : sudo apt-get install figlet
তারপর টারমিনালে figlet লিখে স্পেস দিয়ে যে কোন শব্দ লিখুন তাহলেই দেখবেন সেই শব্দটি ASCII আর্ট হয়ে গেছে।
যেমন : figlet UBUNTU, figlet BANGLADESH ইত্যাদি।

নিচের স্ক্রিনশটি দেখুন।
উবুন্টুতে ASCII

3 টি মন্তব্য leave one →
  1. ডিসেম্বর 25, 2010 5:42 অপরাহ্ন

    আপনার page rank দেখে চমকৃত হইলাম ভাইজান 🙂

  2. ডিসেম্বর 25, 2010 10:53 পুর্বাহ্ন

    উইন্ডোজ ব্যবহার করে কিভাবে করা যায়?

  3. ডিসেম্বর 24, 2010 7:01 অপরাহ্ন

    sweet

এখানে আপনার মন্তব্য রেখে যান