এড়িয়ে লেখায় যান

আজব দুনিয়া।

মে 16, 2011


এ এক আজব দুনিয়া
বড্ড আজব মনে হয় মাঝে মাঝে।
এখনে মেঘের ঘনঘটা ছাড়াই বৃষ্টির দেখা মেলে
এখানে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্তের কোন ভেদাভেদ নেই
এখানে কখনো শীতের হিম সকাল আবার
কখনো বসন্তের কোকিল ডাকা ভোর।


এখানে,
এদিকে ওদিকে ছড়িয়ে আছে অসংখ্য পথ
এ পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেও
গন্তব্যে পৌঁছানো যাবে না।
তারপরেও , সকাল সন্ধা এ পথেই হাঁটছে মানুষ,
বড্ড আজব এ দুনিয়া আজব এ দুনিয়ার মানুষ।


এখানের আকাশে তারা জ্বলে না
এখানে জোসনা বলে কিছু নেই
এখানে অমাবশ্যা আর পূর্নিমা যেন সমার্থক শব্দ।
এখানে চব্বিশ ঘণ্টাই দিন আবার চব্বিশ ঘণ্টাই রাত
আজব এই দুনিয়া বেহুঁশ এই দুনিয়ার মানুষ।

7 টি মন্তব্য leave one →
  1. ডিসেম্বর 9, 2011 4:38 অপরাহ্ন

    nice blog site

  2. ডিজে আরিফ permalink
    জুলাই 12, 2011 4:19 পুর্বাহ্ন

    :mrgreen: আজব দুনিয়ার আজব প্রাণী আমরা…

  3. akashlina permalink
    মে 18, 2011 4:45 পুর্বাহ্ন

    আজব দুনিয়া-জটিল দুনিয়া!!! 🙂

    দুনিয়াটা আজব/জটিল নাকি এর মানুষগুলাই জটিল/আজব?

  4. মে 17, 2011 2:18 পুর্বাহ্ন

    অনেক দিন পর হিমেল তোমার লেখা পড়ে ভাল লাগল,,,,,,,,,,,,,,,

    • মে 17, 2011 5:24 অপরাহ্ন

      হামমমম , আসলে অনেক দিন যাবত ব্লগ লেখা হয়না। তোমাকে ব্লগে পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ।

  5. Ojana permalink
    মে 16, 2011 8:26 অপরাহ্ন

    valo laglo…

এখানে আপনার মন্তব্য রেখে যান