এড়িয়ে লেখায় যান

যেমন আমি

আমি হিমেল, অতি সাধারন একজন বাঙ্গালী তরুণ।

জীবন প্রবাহে আজ আছি আব্বু আম্মু ও ছোট দুই ভাইকে নিয়ে ইতালির মিলনোতে ।
পড়াশুনা খেলাধুলা বন্ধুদের সাথে আড্ডা, ভাল মন্দ উভয়ের মধ্য দিয়েই কেটে যাচ্ছে দিনগুলো।

যা যা ভাল লাগে :  ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন, ভ্রমণ, গান শোনা, বই পড়া, ব্লগিং, উবুন্টু, ওয়ার্ডপ্রেস ইত্যাদি

34 টি মন্তব্য leave one →
  1. নভেম্বর 29, 2010 10:46 অপরাহ্ন

    ভাল্লাগলো আপনার ছোট্ট ঘর খানা ঘুরে।

    মিলানে থাকেন।
    এসি মিলান নাকি ইন্টার মিলান করেন? 😉

    ভাল থাকবেন।

    • নভেম্বর 30, 2010 11:44 পুর্বাহ্ন

      আপানার মন্তব্য পেয়েও খুব ভাল লাগলো।
      হ্যাঁ মিলানে থাকি। এসি মিলানের একজন পাগল ভক্ত।

  2. অক্টোবর 30, 2010 5:51 পুর্বাহ্ন

    আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে…চোখ রাখলাম নিয়মিত আশার চেষ্টা করব…ভাল থাকবেন সব সময়…

    • অক্টোবর 31, 2010 9:33 পুর্বাহ্ন

      ধন্যবাদ ভাইয়া, আসলে আমরা সবাই ছাত্র, সবাই সবার কাছ থেকে শিখতে পারি।
      ভাল থাকবেন।

  3. Mostafiq permalink
    অগাষ্ট 26, 2010 8:10 পুর্বাহ্ন

    If you dont mind, May I get ur Email Address? my email Address is mostafiqul_bd@yahoo.com . I am waiting for your reply.

  4. অগাষ্ট 21, 2010 12:11 অপরাহ্ন

    ছোট্ট ঘরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে !
    বড় থেকে বড়তর হোক…..
    অভিনন্দন !

    • অগাষ্ট 21, 2010 12:27 অপরাহ্ন

      ধন্যবাদ আমার এই ছোট্ট ঘরে এসে মন্তব্য করার জন্য । আপনার ব্লগে দেখলাম লিংকের এক বিশাল কালেকশন।
      আশা করি মাঝে মাঝে ব্লগে আসবেন।

  5. জুলাই 5, 2010 11:38 পুর্বাহ্ন

    Do u really miss Bangladesh? R u settling in Italy or going back after studies? Anyways, it felt good that there is actually people like me, who likes their motherland .. who dont goes blind with these stupid countries .. 🙂

    • জুলাই 5, 2010 12:24 অপরাহ্ন

      হ্যাঁ, আমি সত্যিই বাংলাদেশকে অনেক মিস করি, ইতালী সারা জীবন থাকার কোন ইচ্ছা নেই, তবে এটাও জানিনা কবে বাংলাদেশে যেতে পারবো সারা জীবনের জন্য, এখনো পড়াশুনা শেষ করতে পারিনি।

      ধন্যবাদ আপনাকে, আমার ব্লগে এসে টাইম নষ্ট করে ব্লগ পড়ে মন্তব্য করার জন্য।

  6. জুন 6, 2010 3:32 পুর্বাহ্ন

    সুদুর ইতালিতে আপনার বসবাস,বিশ্বাষ করতে কষ্ট হচ্ছে বাংলার প্রতি আপনার ভালবাসা দেখে ।

  7. tusin permalink
    মার্চ 2, 2010 6:50 পুর্বাহ্ন

    himal , thanx u . how r u ? i hope so u r fine. i wanted to ur fnd
    plz give me ur id or fb id

  8. ফেব্রুয়ারি 27, 2010 4:23 পুর্বাহ্ন

    hello himel …….
    how r u ?
    i hope u r fine.i am tusin ahmed . i live in bangladesh.tomar blogta pora onak balo laglo….chila a jay…..
    tumi j bangla vasa dia blog koracho ar jono onak thanx………

    • ফেব্রুয়ারি 27, 2010 11:30 পুর্বাহ্ন

      Hi Tusin,

      আমি ভাল আছি, আপনি কেমন আছেন? আমার ব্লগ যে আপনার ভাল লেগেছে তা জেনে খুবই খুশি হলাম। আপনার ব্লগটিও দেখলাম, আপনার ব্লগতো দেখি ই বুকের বিশাল ভান্ডার।
      সময় পেলে ব্লগে আসবেন। ধন্যবাদ।

  9. ফেব্রুয়ারি 19, 2010 12:41 অপরাহ্ন

    নিয়মিত লিখতে থাকুন, শুভকামনা রইল।

  10. ফেব্রুয়ারি 17, 2010 7:00 পুর্বাহ্ন

    Valoi to…. Onek valo laglo apnar banglar proti vokti dekhe.

    thanks,

  11. ফেব্রুয়ারি 4, 2010 3:00 অপরাহ্ন

    আপনার ছোট্ট ঘরে এসে ঘুরে গেলাম, ভালো লাগলো।

    • ফেব্রুয়ারি 4, 2010 5:15 অপরাহ্ন

      মানচু ভাইয়া, আপনাকে আমার ব্লগে দেখে খুবই ভাল লাগছে। আমি তো বিশ্বাসই করতে পারছিনা যে আপনি আমার ব্লগে। আপনার তৈরী ওয়াডর্প্রেসের প্লাগিন ও অন্যন্য অনেক টিপস আমাদের খুবই উপকারে এসেছে।

      ধন্যবাদ ভাইয়া, সময় পেলে মাঝে মাঝে ব্লগে আসবেন।

      • ojanaakjon permalink
        জানুয়ারি 12, 2012 11:40 পুর্বাহ্ন

        vai ami account khulte chai …help meeeeeeeee

  12. জানুয়ারি 1, 2010 4:25 অপরাহ্ন

    ধন্যবাদ হিমেল। আমাদের সাথে থাকার ইচ্ছা ব্যাক্ত করার জন্য। আমরা আপনাকে আমাদের করে নিয়েছি। ফোরামে নিয়মিত পোষ্ট দিন। এবং ফোরাম পাঠ করে আপনার কাছে যেমন লাগে তাই লিখুন। কোন সংকোচ নয়। আমরা কেউ মহা পন্ডিত নই। আমাদের ভুল হতেই পারে। আবারো ধন্যবাদ শরীয়তপুর ফোরামে আসার জন্য। আপনার সম্পর্কে জানতে চাই। আপনার প্রফাইল কিভাবে দেখবো?
    ধন্যবাদ
    আসাদুজ্জামান জুয়েল
    আইনবীবী ও সাংবাদিক
    asadjewel@gmail.com
    http://www.asadjewel.blogspot.com

  13. Amit permalink
    অক্টোবর 8, 2009 4:49 অপরাহ্ন

    ব্লগটা ভাল লাগছে লিখতে থাকুন।

    • অক্টোবর 11, 2009 10:28 পুর্বাহ্ন

      ব্লগটি ভাল লেগেছে। শুনে খুশি হলাম। আপনাদের ভাল লাগা আমার ব্লগিং এর প্রেরণা।
      ধন্যবাদ ভাইয়া।

  14. সেপ্টেম্বর 3, 2009 6:23 অপরাহ্ন

    সব চমতকার আলাপ আলোচনা চলছে কিন্তু দুঃখ হচ্ছে সব ভালো ভাবে পড়তে পারছিনা, শুধু ভাবে বুঝে নিচ্ছি। পরতে না পারলে অংশ নেব কি করে? হিমেল ভাই প্লিজ কিছু কর

    • সেপ্টেম্বর 6, 2009 12:21 অপরাহ্ন

      ভাইয়া আমি আসলে বুঝতে পারছি না আপনি কেন লেখাগুলো ছোট ছোট দেখছেন। আমি তো সোলাইমান লিপি তে লিখছি। সোলাইমান লিপির লিফল্ড সাইজ ও তো মুটামুটি বড় দেখায়।

      ধন্যবাদ ব্লগে এসে মন্তব্যের জন্য। আপনার ব্লগ ও ঘুরে দেখলাম । ভাল লেগেছে আপনার ব্লগটিও।

  15. জুলাই 14, 2009 10:24 পুর্বাহ্ন

    ইতালিতে বসে বাংলায় ব্লগিং করছেন! খুব ভালো লাগলো ভাই। আমাদের দেশে থেকেও আজকাল অনেকে ঠিকমত বাংলায় কথা বলতে চায়না।

    ভাল থাকুন। বাংলায় ব্লগিং করুন। বাংলার জন্য ব্লগিং করুন। শুভ কামনা!

    • জুলাই 15, 2009 8:53 পুর্বাহ্ন

      প্রবাসে আছি বলে কি বাংলা কে ভুলে যাবো? বাংলা ব্লগিং করতে ভাল লাগে। তাই বাংলায় ব্লগাই।

      ধন্যবাদ জিহাদ ভাই, মন্তব্যের জন্য। ক্যডেট কলেজ ব্লগে আপনার সুন্দর কিছু লেখা পড়লাম ভাল লাগলো লেখা পড়ে।

      • Mahmud permalink
        জুলাই 19, 2009 1:14 অপরাহ্ন

        হিমেল ভাই, আমার ব্লগিং এর পেছনে জিহাদ এর একটা অবদান আছে… আমি ওকে দেখেই উৎসাহ পেয়েছিলাম। ছেলেটা দারুণ…

        আর আপনার ব্লগে নিয়মিত যাতায়াত করা যেন অভ্যাস হয়ে যাচ্ছে…
        আমি অনেকদিন লিখতে পারছি না, পরীক্ষার জন্য। ২০ দিন পর ফিরে আসবো আশা করি……

        আপনি মিলান থেকে বাংলায় ব্লগিং করেন এবং সেই দেশে ১৭ বছর ধরে আছেন জেনে সত্যি অবাক হলাম। জিহাদের কথাও ঠিক, আমাদের মাঝেই অনেকে বাংলায় ব্লগিং করতে চায় না……

  16. Rone permalink
    জুলাই 13, 2009 4:53 অপরাহ্ন

    সালাম ভাই কেমোন আছেন

  17. জুলাই 10, 2009 5:31 অপরাহ্ন

    জেনে ভালো লাগলো…
    আর আপনি ঠিক কত বছর বয়েসে ওদেশে গিয়েছেন?

    • জুলাই 10, 2009 7:44 অপরাহ্ন

      আপনি যে ব্লগে আসেন মন্তব্য করেন এতে আমার ও খুব ভাল লাগলো।

      আমি ইতালীতে এসেছি ১৭ বছর বয়সে।

  18. Ojana permalink
    জুন 17, 2009 10:32 অপরাহ্ন

    oshavabik kharap ami!!!

  19. জুন 17, 2009 7:10 অপরাহ্ন

    ১.
    বাপ্‌রে! ছোট্ট পরিসরে নিজের সম্পর্কে তো বহু কিছু বলে ফেলেছেন… 🙂

    ২.
    ব্লগটা ভালো লাগলো! আসলে নেটে বাংলায় লেখা কারো ব্লগ দেখলেই ভালো লাগে, মনে হয় কাছের একজনের লেখা পড়ছি…

    ৩.
    আর আমার ব্লগে ভিজিট করে কমেন্টানোর জন্য ধন্যবাদ! 🙂

    • জুন 18, 2009 9:28 পুর্বাহ্ন

      ধন্যবাদ, ব্লগটি পড়ে মন্তব্যের জন্য।
      আপনি ঠিকই বলেছেন। নেটে বাংলা লেখা দেখলেই আনন্দে ভরে উঠে মন।

  20. Ojana permalink
    জুন 10, 2009 12:46 অপরাহ্ন

    Manush mondo hoben na sheta apnar porichiti dekhei buja jasse….

এখানে আপনার মন্তব্য রেখে যান