এড়িয়ে লেখায় যান

একটু উষ্ণতার জন্য ।

মে 26, 2012


 

কটু উষ্ণতার জন্য
কত শত দিনের অপেক্ষা
অবশেষে সেই মাহেন্দ্রখন,
এতোটুকু স্পর্শে
তুমি এতোটা জ্বলে উঠবে
তা সত্যিই আমার বোধগম্য ছিল না।


সে যেন এক উত্তাল তরঙ্গ,
এদিক থেকে ওদিকে ভেসে বেড়ানো
তরঙ্গের সেই অভিনব রুপ
আমায় যেন অন্ধ করে দিয়েছে।
উত্তাল তরঙ্গ যখন আরো বেশী উত্তাল
তখন আমার অস্তিত্ব খুঁজে পাইনি,
এই মাতাল কে আরো বেশী মাতাল
করেছিল তোমার স্পর্শ।

তুমি যে অবর্ননীয় ছিলে
তাতে কোন সন্দেহ ছিলনা,
তারপরেও তোমাকে এতোটা
কাছ থেকে না দেখলে
তোমাকে আবিষ্কার করা
এতোটা সহজ হতো না।

তুমি সুন্দর, তুমি ভয়ংকর
তুমি ধনুকের তীর।
তুমি অগ্নি, তুমি অগ্নি মশাল
চাইলেই আমায় জ্বালিয়ে দিতে পারে।

One Comment leave one →
  1. সেপ্টেম্বর 22, 2015 9:12 পুর্বাহ্ন

    হিমেল অনেকদিন পর তোমার ব্লগে এলাম। আজ কি মনে করে যেন পুরানো ব্লগগুলো ঘুরে ফিরে দেখছি। ব্লগিংয়ের সময়গুলোকে প্রথম দিকে তোমার সাথে পরিচিত। এক রাতে তোমার সাথে কথাও হয়েছি। এতদিন পরে সেই দিনগুলো কথা মনে পড়ে নল্টালজি হয়ে গেলাম। আহা………সেই দিনগুলো 🙂 লেখালেখি কি বন্ধ করে দিলে ? যেখানে থাকো ভালো থেকো 🙂 অনেক অনেক শুভ কামনা

এখানে আপনার মন্তব্য রেখে যান