এড়িয়ে লেখায় যান

তোমার প্রতীক্ষায়…

জুন 30, 2009

তোমার প্রতীক্ষ্যায়...


আজ সমুদ্র সৈকতে বসেছিলাম
তোমাকে দেখার প্রতীক্ষায়,
ভেবেছিলাম তুমি আসবে
সাগরের কুল ঘেষে ঢেউরের সাথে মিশে
ভিজাবে আমার তোমার ভালবাসার জলে।
কিন্তু তুমি আসোনি,
প্রত্যাশা আমার প্রত্যাশা ই রয়ে গেছে
তোমার দেখা মিলেনে।


ভেবে ছিলাম পড়ন্ত বিকেলে
গোধূলির রঙ্গে তোমায় পাবে।
আজ সব নীল ছিল, তোমায় দেখিনি,
প্রত্যাশা আমার প্রত্যাশাই রয়ে গেছে
বাস্তব আর হয়নি।


ভেবে ছিলাম সন্ধ্যা তারাদের মাঝে তোমায় খুঁজে পাবো
দেখবো তোমার হাস্য উজ্জ্বল মায়াবী মুখ,
তুমি এসেছিলে ঠিকই, কিন্তু হাসোনি।
ভাবনা আমার ভাবনাই রয়ে গেছে।
বাস্তব আর হয়নি।

8 টি মন্তব্য leave one →
  1. মাহমুদ permalink
    জুলাই 12, 2009 2:25 অপরাহ্ন

    হিমেল ভাই,
    আপনার কবিতার মতন পাঠক-পাঠিকা পাওয়া গেলে কবিতা লেখে দারুণ মজা… হাহাহাহা। ভালো লাগে আপনার আয়োজন দেখতে ঘুরে ঘুরে…

    তবে বরাবরের মতন এইটাতেও কয়েকটা বানান চোখে পড়ল– আসলে আমি বাংলার প্রতি খুব ভালোবাসা অনুভব করতাম পড়াশোনার সময়– তাই বানান শেখা হয়ে গিয়েছিলো—- কোথাও বাংলা বানান ভুল দেখলে খুব অস্বস্তি আর অশান্তি হয়…… আমার এই অভ্যাসে রাগ করবেন না…

    প্রতীক্ষ্যায় —> প্রতীক্ষায়
    পরন্ত –> পড়ন্ত
    সন্ধা–> সন্ধ্যা

    আর সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন। স্বাগতম… অনেক আয়োজন করেছি– আমার সারাজীবনের সেরা লেখাগুলোকে ওখানে নিয়েছি। আপনি মনে হয় আগেও গিয়েছেন দু’একবার…

    এই কবিতাটা পড়বেন… আপনার এইটার কাছাকাছি কিছু কথা…
    http://mahmudfaisal.wordpress.com/2009/07/03/poem4/

    • জুলাই 13, 2009 2:15 অপরাহ্ন

      ধন্যবাদ ভাইয়া,
      আপনি যে কিছু পড়ার সময় বানানের দিকে খেয়াল করেন আর সংশোধন করতে বলেন এ বিষয়টি আমার ভাল লাগে।

      আপনাকে ধন্যবাদ ।

      আপনার কবিতাটি অসম্ভব সুন্দর হইচে।

  2. জুলাই 2, 2009 5:21 অপরাহ্ন

    আপনি ই আমাকে বুঝাচ্ছেন , তার মানে কি আপনি পাগ… হয়ে গেছেন?
    হ্যা এবার বুঝেছি।

  3. Rima permalink
    জুলাই 2, 2009 4:20 অপরাহ্ন

    oh my god..apnak je bujate jabe tar matha pagol hoye jabe…
    oitar name hocche:apni ki aibar bujesen?

  4. Rima permalink
    জুলাই 2, 2009 10:12 পুর্বাহ্ন

    machani r opor nam joss…abhi samja kya?

    • জুলাই 2, 2009 2:16 অপরাহ্ন

      মাচানি বুঝলাম। তবে বুঝলাম না, abhi samja kya? তিনটা শব্দ।

  5. জুলাই 1, 2009 11:06 পুর্বাহ্ন

    wow টা বুঝলাম। মাচানি টা কি? আমার তো কোন নম্বার নাই। হাসি শোনাতে যার আসার কথা ছিল সেই তো আসেনি। আপনি যেভাবে hiihiih করে হাসলেন বুঝাই যাচ্ছে আপনি যে ভাল হাসতে পারেন।

    ধন্যবাদ আপনাকে hiihiih করে হাসার জন্য।

  6. Rima permalink
    জুলাই 1, 2009 9:32 পুর্বাহ্ন

    wow…machani hoise….apnar number ta diyenn..ami call kore hashi shunie dibo…amar hashi onek nice i think…apnar valo lagbe..hiihiih

হিমেল এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল