এড়িয়ে লেখায় যান

দিনলিপি…

সেপ্টেম্বর 14, 2009

ভোর ৪টার দিকে সেহরী খেতে উঠে দেখি বাহিরে মাঝারী ধরনের বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখতে ভাল লাগে, বৃষ্টিতে ঘুমাতে ভাল লাগে। কিন্তু আজ সকালের বৃষ্টি দেখে মেজাজটাই খারাপ হয়ে গেল। সেহরী খেয়ে নামাজ পড়ে টানটান একটা ঘুম দিলাম। ভেবেছিলাম ৮টার দিকে হয়তো বৃষ্টি থাকবে না। ৮:১০ ঘুম ভাংলে দেখে টুপটাপ বৃষ্টি পড়ছেই। এই বৃষ্টি দেখে ব্লগার মাহমুদ ভাইয়ের কথা বেশ মনে পড়ছিল। সে আবার এই বৃষ্টিতে ভাল কবিতা লিখতে পারে।
আজ প্রায় ৩ মাস পড়ে স্কুল খুলছে, এই বৃষ্টিতে ছাতা নিয়ে ক্লাসে যাওয়া খুবই বিরক্তিকর। ইতালীর বৃষ্টি আবার একটু একঘেয়ে, একবার শুরু হলে আর থামতে চায়না। আমার ক্লাস সন্ধা ৬ থেকে, প্রতিদিনের মতে আরও নিজের ক্ষেতেই বদলা দিতে চলে এলাম। এখনও কাজে আছি, নিজের কাজে একটা শান্তি আছে, বসের ঝাড়ি শুনতে হয়না। তবে আমার বসও (আব্বু) মাঝে মাঝে ভাল মন্দ শুনায়।
এখন বস কাজ করছে, আর আমি নেটে বসে ব্লগাচ্ছি।

মনের মাঝে আজ একটু ভিন্ন রকম আমেজ, অনেক দিন পড়ে আজ ক্লাসে যাবো তাও আবার নতুন স্কুল। এখনো বৃষ্টি হচ্ছে, আশা করি ৬টার আগেই বৃষ্টি কমে যাবে।
শান্তি মতো আজ ক্লাসে যাবো।

আজকের দিনলিপি এখানেই শেষ…

No comments yet

এখানে আপনার মন্তব্য রেখে যান