এড়িয়ে লেখায় যান

ওয়ার্ডপ্রেসে গ্রুপ ব্লগিং।

জানুয়ারি 2, 2010

আমরা যারা ওয়ার্ডপ্রেসে ব্লগিং করে থাকি আমরা নিজেরা শুধু নিজেদের ব্লগেই লিখে থাকি। তবে মাঝে মাঝে আমরা এমন কিছু ব্লগ দেখি যেখানে শুধু ব্লগ এডমিন ই লিখছেন না। এডমিনের পাশাপাশি লিখছেন আরো অনেকে যাকে আমরা গ্রুপ ব্লগিং বলতে পারি।
আজ আমরা যেন নিবো কিভাবে ওয়ার্ডপ্রেসে গ্রুপ ব্লগিং করা যায়।
গ্রুপ ব্লগিং কারার জন্য প্রত্যেক ব্লগারের একটি করে ওয়ার্ডপ্রেস ব্লগে একাউন্ট থাকতে হবে।

প্রথমত যা যা করতে হবে…
ব্লগ এডমিন কে ব্লগে লগএন করার পর যাদের নিয়ে গ্রুপ ব্লগিং করতে চান তারা যে ইমেই আইডি দিয়ে ওয়ার্ডপ্রেসে একাউন্ট করেছিলেন সেই ইমেইল আইডিটি যোগ করতে হবে
আইডি যোগ করুন এভাবে : ব্যবহারকারি > লেখক ও ব্যবহারকারি > Add User Fom Community > User E-Mail এর ঘরে ব্লগারের ইমেইল আইডি লিখে Add User এ ক্লিক করুন।
ঠিক নিচের ছবিটির মতে।

এড করা হয়ে গেল দেখবেন উপরে ব্লগারের নাম এসে গেছে।

এখন ব্লগার যখন তার ব্লগে লগএন কারার পর যখন নুতন পোষ্ট করতে যাবে সেখানে দেখবে তার সেই গ্রুপ ব্লগে নতুন পোষ্টের অপশন দেখাচ্ছে।
নিচে চিত্রে দেখুন :
উপরের ছবিতে দেখা যাচ্ছে আমি আমার ব্লগ ছাড়াও অন্য একটি ব্লগে পোষ্ট করার সুযোগ পাচ্ছি।
এভাবেই ওয়ার্ডপ্রেসে গ্রুপ ব্লগিং করা যায়। তাড়াহুড়া করে পোষ্ট লেখা বুঝতে সমস্যা হলে বলবেন প্লিজ।

No comments yet

এখানে আপনার মন্তব্য রেখে যান