এড়িয়ে লেখায় যান

অভ্র কিবোর্ডে নতুন ভার্সন ৪.৫.৩ তে লিখুন ইউনিবিজয় লেআউটে।

অগাষ্ট 25, 2010

avro

আমরা অনেকেই জানি গত গত ২১শে আগস্ট ২০১০ অভ্র কিবোর্ড ভার্সন ৪.৫.৩ রিলিজ হয়েছে। নতুন ভার্সনে ইউনিবিজয় কিবোর্ড লেআউট টি বাদ দেয়া হয়েছে।
অভ্র কে অনেক ভালবাসি, অভ্রের কারণের আজ অনলাইনে বাংলা ভাষার এতো জনপ্রিয়তা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা ইউনিবিজয় লেআউটে লিখতাম তাদের জন্য। আমরা তো নতুন ভার্সনটি ডাউনলোড করার পর ইউনিবিজয় লেআউটে লিখতে পারবো না।

আমাদের উচিত হবে পুরাতন ভার্সন ই ব্যবহার করা। আর যদি কেউ নতুন ভার্সন ব্যবহার করে ইউনিবিজয় লেআউটে লিখতে চান তবে। পুরাতন ভার্সন থেকে ইউনিবিজয় লেআউটটি কপি করে নতুন ভার্সনে পেস্ট করে দিন।

ফাইলটি পাবেন এখানে ‍: Computer > Local Disk (C:) > Program files > Avro Keybord > Keybord Layouts > UniBijoy.avrolayout.

যারা নতুন ভার্সন ডাউনলোড করেছেন পুরাতন ভার্সনের ইউনিবিজয় লেআউটের ফাইল দরকার তারা ডাউনলোড করুন এখান থাকে

5 টি মন্তব্য leave one →
  1. সেপ্টেম্বর 28, 2010 12:12 অপরাহ্ন

    besh informative. kaje lagchhe amar.

    amar blog e apnar sador amontron roilo. kemon laglo janale khushi hobo. bhalo thakben. 🙂

  2. Mostafiq permalink
    অগাষ্ট 28, 2010 7:04 পুর্বাহ্ন

    Very Nice Post. May I get your Email Address?

  3. নিঃসঙ্গ গোধূলি permalink
    অগাষ্ট 25, 2010 6:38 অপরাহ্ন

    মুনীরের যে লে আউটটা যোগ হয়েছে, সেটা কি অরিজিনাল মুনীর? নাকি একুশে’র যে ইউনিকোড সাপোর্টেডটা, সেটা যোগ হয়েছে?

    • অগাষ্ট 25, 2010 7:17 অপরাহ্ন

      এটা মনে হয় একুশের ইউনিকোড সাপোর্টেরটা। এটার ডেভেলপার হচ্ছে শাবাব মোস্তাফা।

  4. অগাষ্ট 25, 2010 2:44 অপরাহ্ন

    তথ্যটির জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিনাক্স মিন্ট এ অভ্র ইন্সটল করে তাতে ইউনিজয় অপশন পেয়েছি, নতুন ভার্সন রিলিজ হলে তাতে কি আর এটা থাকবে না? সেক্ষেত্রে কি কিছু করার উপায় আছে?
    http://www.apnardactar.wordpress.com

এখানে আপনার মন্তব্য রেখে যান