এড়িয়ে লেখায় যান

Marquee Effcet / চলমান বাক্য

অগাষ্ট 30, 2009

আমরা অনেক সময় বিভিন্ন ব্লগে বা ওয়েবসাইটে দেখতে পাই চলমান বাক্য যেখানে লেখা থাকে ” ব্লগে আপানাকে স্বাগতম ” বা এই জাতীয় কিছু । আজ আমরা জানবো কিভাবে এমন Marquee Effcet বা চলমান বাক্য ব্লগে বা ওয়েব সাইটে এড করা যায়।

আমি নিন্মে কয়েকটি নমুনা দিচ্ছি যা আপনারা কপি করে নিয়ে আপনাদের ব্লগে এড করতে পারেন। নিচে কয়েকটি স্টাইল দেওয়া হলো।


  • <marquee align="center" direction="left"
    height="200" scrollamount="2" width="100%">একটা হচ্ছে চলমান বাক্যের প্রথম উদাহারন।</marquee>

রেজাল্ট দেখুন —

এটা হচ্ছে চলমান বাক্যের প্রথম উদাহারন।

  • ২য়টির কোন নিচে দেখুন, এখান থেকে নিজের ইচ্ছা মতে এডিট করে ব্লগে সেট করুন।

<div align="left"><font
face="georgia" color="White"><B><marquee
bgcolor="red" width="100%" scrollamount="3" behavior="alternate">
আমাকে এডিট করে ব্লগে এড করতে পারেন, আর রং ও চেন্জ করতে পারবেন।
</marquee></b></font></div>

রেজাল্ট দেখুন:

আমাকে এডিট করে ব্লগে এড করতে পারেন, আমার রং ও চেন্জ করতে পারবেন।

প্রিয় ব্লগার বন্ধুরা,

আমি কখনোই কোন টিপস লিখি নাই, এটাই আমার প্রথম টিপস বা টিউটেরিয়াল লেখা । যদি কারো ভাল লাগে বা কোন উপকারে আসে তবেই এ লেখা সার্থক।

ধন্যবাদ সবাই কে।

2 টি মন্তব্য leave one →
  1. হিমেল permalink
    সেপ্টেম্বর 7, 2009 8:31 পুর্বাহ্ন

    @নীল নক্ষত্র,
    ধন্যবাদ আপনাকে ব্লগ ভুবনে স্বাগত জানানোর জন্য। হ্যাঁ ভাইয়া, সবাই মিলে কাজ করলেই বাংলা ভাষায় সব কিছু পাওয়া সম্ভব।
    আমি মনে করি, নিজে যা জানি তা অপর কে জানালে আমার কিছুই কমবে না।

    একটি স্পেশাল ধন্যবাদ আমার ব্লগের প্রথম মন্তব্যকারী হবার জন্য।

    কোন খিচুড়ী রান্না করে আপনাকে আমন্ত্রন করবো।

  2. Neel Nokkhotro permalink
    সেপ্টেম্বর 6, 2009 7:51 অপরাহ্ন

    আমার ক্ষুদ্র পক্ষ থেকে ব্লগ ভুবনে স্বাগতম। এক দিনে যেমন রোম নগরী তৈরী হয়নি তেমনি এক দিনে হেমন্ত কুমারও হওয়া যায় না। আসুন আমরা সবাই মিলে সবাইকে সহযোগিতা করি।
    খিচুরিতো অতিসুস্বাদু খাবার, খুবই সুন্দর বিষয় বেছে নিয়েছেন। এখনতো ভয় পাইয়ে দিলেন প্রতিদিনই আপনার উপর নজর রাখতে হবে নইলে কবে কি মিস করি তাই।
    সর্ব জনের শুভাকাঙ্খি। নীল নক্ষত্র

Neel Nokkhotro এর জন্য একটি উত্তর রাখুন জবাব বাতিল